WhatsApp আনছে নতুন ফিচার, ব্যবহারকারীদের জন্য কি কি আকর্ষণীয় ফিচার যোগ করল এই অ্যাপ?

By Bangla Net

Published on:

whatsapp images
WhatsApp Redirect Button

Kolkata: এখন প্রযুক্তির দুনিয়ায় সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হল WhatsApp। এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি। শুধুমাত্র চ্যাটিং থেকে শুরু করে ভিডিও কল সমস্ত কিছুর জন্য এই অ্যাপ সব থেকে বেশি ব্যবহার করা হয়। এই অ্যাপটি কে ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় রাখার জন্য কোম্পানি এটিতে কিছু না কিছু নতুন আপডেট নিয়ে আসে।

কোম্পানি আগের বছর এই প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ চ্যানেলের নামে একটা নতুন ফিচার এনেছিল। এখন কোম্পানি আবার নতুন ফিউচার নিয়ে এসেছে। যেখানে জানিয়ে রাখি, whatsapp চ্যানেল ফিউচারটি এখন নতুন তাই কোম্পানি এটিতে নতুন নতুন আপডেট করে চলেছে, যাতে ব্যবহারকারীর কোন অসুবিধা না হয়।

এখন হোয়াটসঅ্যাপ তার চ্যানেলে একটি বড় আপডেট নিয়ে এসেছে, এখন হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিউচার থেকে পিন করতে পারবে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

whatsapp চ্যানেলে পাবেন নতুন ফিউচার

whatsapp images

আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে কোন একটি গ্রুপ বা কন্টাক্ট কে পিন করার করার অপশন পাই। যাই হোক এই ধরনের ফিউচার আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এর মধ্যে পাই না। ব্যবহারকারীদের whatsapp চ্যানেলের মাধ্যমে আপডেট জানতে হলে তাদের চ্যানেলের মধ্যে যেতে হতো। কিন্তু এবার এমনটা হবে না। এখন যে কোন চ্যানেলকে হোয়াটসঅ্যাপের হোম পেজে পিন করে সবার উপরে রাখতে পারবেন এবং চ্যানেলের মধ্যে থাকা সমস্ত আপডেটের সমস্ত তথ্য পাওয়া যাবে।

প্রযুক্তির সমস্ত আপডেট এখন হাতের মুঠোয়। টেকনোলজি এর সমস্ত নিউজ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট Banglanet.org ভিজিট করুন। এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ Facebook, Whatsapp Channel Telegram এ ফলো করুন।

WhatsApp Redirect Button

Leave a Comment