Vivo V30 5G: 256 GB স্টোরেজ ও 50MP সেলফি ক্যামেরা সহ এই 5G ফোনে পাওয়া যাচ্ছে ব্যাংকের বিশেষ ছাড়, দাম দেখে নিন

Bangla Net
2 Min Read
WhatsApp Redirect Button

Vivo V30 5G সিরিজ 7 মার্চ লঞ্চ করা হয়েছিল এবং এই সিরিজের উভয় ফোনের বিক্রয় 14 মার্চ থেকে শুরু হয়েছিল। এখন আপনি যদি এই স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।

ফ্লিপকার্টে এই ফোন বিভিন্ন ব্যাঙ্ক অফারে সথে বিক্রির জন্য লিস্ট করা হয়েছে, এবং এতে এক্সচেঞ্জ অফার দেয়া হয়েছে। যদি সমস্ত অফার মিলিয়ে দেখা যায় তাহলে এই ফোনটি অনেক টা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। আমরা এই পোষ্টের মাধ্যমে এ ফোনটি সম্পর্কে বিস্তারিত লিখেছি অবশ্যই এটি শেষ পর্যন্ত পড়বেন।

 

Vivo V30 5G ফোনের দাম ও ব্যাঙ্ক অফার

এই ফোনটি কেনার সময় যদি গ্রাহক ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার ব্যবহার করে পেমেন্ট করে তাহলে পাঁচ শতাংশ ক্যাশব্যাক পেতে পারে। কিছু বাছাই করা ব্যাংকে ক্রেডিট কার্ড ব্যবহার এই ফোনটি কিনলে ৩ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

তাছাড়ায় এই ফোনটি কেনার জন্য নো কস্ট EMI উপলব্ধ রয়েছে। শুধু তাই নয় ভিভোর এই লেটেস্ট ফোনটি কেনার জন্য ৩৬ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফ আরো দেয়া হচ্ছে। কিন্তু এর জন্য ফ্লিপকার্টের টেমস এন্ড কন্ডিশন সম্পূর্ণ করতে হবে।

এই ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 33,999 এবং 12GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 35,999 টাকা। এই ফোনটি তিনটি কালারে উপলব্ধ যা যথাক্রমে Andaman Blue, Classic Black এবং Peacock Green।

 

Vivo V30 5G ফোনের স্পেসিফিকেশনস

ফোনটিতে থাকছে Snapdragon 7 Gen 3 প্রসেসর। ফোনের পিছনের প্যানেলে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 50 MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য এটিতে একটি 50MP শ্যুটারও রয়েছে। ফোনটিতে পাওয়ারের জন্য 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Redirect Button
Share This Article