Kolkata Metro: হাওড়া এসপ্ল্যানেট মেট্রো রেল উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে।

Bangla Net
1 Min Read
WhatsApp Redirect Button

Kolkata Metro: অবশেষে হাওড়া এসপ্ল্যানেট মেট্রো রেল উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী ৬ তারিখ হুগলি নদীর নিচে তৈরি মেট্রো রেল লাইনের উদ্বোধনের করবেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি।

আশ্বিনী বৈষ্ণব তথ্য দিয়ে আরো জানিয়েছেন আগামী আগামী ৬ মার্চ হুগলি নদীর তলদেশে নির্মিত মেট্রো লাইনের উদ্বোধনের করবেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে রাখি কলকাতা মেট্রো (Kolkata Metro) হলো ভারতের প্রথম মেট্রো পরিবহন প্রজেক্ট যা নদীর তলদেশে সুড়ঙ্গ বানিয়ে মেট্রো পরিষেবা দিতে চলেছে। নদীর নিচে তৈরি সুড়ঙ্গ লম্বায় ৫২০ মিটার এবং এটি নদীর ৩৩ মিটার নিচে রয়েছে।

 

Kolkata Metro: ১ মিনিটেরও কম সময়ে নদী পার করতে পারবে মেট্রো

জানিয়ে রাখি হাওড়া মেট্রো স্টেশন থেকে হুগলি নদী পার করতে ১ মিনিটেরও কম সময় লাগবে এবং এটি ভ্রমণকারীদের একটি বিশেষ অনুভব প্রদান করবে। একবার এই প্রকল্প শুরু হয়ে গেলে হাওড়া ভারতের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন হবে

WhatsApp Redirect Button
Share This Article