নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রথমবার এই কাজ করতে পারেনি বিজেপি, 23 বছর পর ভাঙল রেকর্ড

Bangla Net
1 Min Read
WhatsApp Redirect Button

Lok Sabha Election 2024। দেশে ফের তৈরি হতে চলেছে এনডিএ (NDA) সরকার। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। যাইহোক, 2014, 2019 এর তুলনায় এবার সংখ্যাগরিষ্ঠতা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বিজেপি। এবার বিজেপিকে অন্ধ্রপ্রদেশের TDP (Telegu Desham Party) ও বিহারের জেডিইউকে নিয়ে সরকার চালাতে হবে।

নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রথমবার এই কাজ করতে পারেনি বিজেপি

প্রথমবার নরেন্দ্র মোদির নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 2002 থেকে এখন পর্যন্ত, অর্থাৎ যখনই নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন ততবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 2002, 2007 এবং 2012 সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়। গত দুইবার লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এই প্রথম মোদির নেতৃত্বে বিজেপি নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে।

এই প্রথমবার২০২৪ এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। 2014 সালের লোকসভা নির্বাচনে, বিজেপি 282টি আসন পেয়েছিল, 2023 সালে দলটি 303টি আসন পেয়েছিল, কিন্তু এবার এটি মাত্র 240টি আসন পেয়েছে দলটি।

নরেন্দ্র মোদি একজন সাহসী ও বিজয়ী নেতা

তবে, সবচেয়ে বড় কথা হল নরেন্দ্র মোদি গত 23 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। নরেন্দ্র মোদির ব্যক্তিগত সাফল্যের কথা বললে, তিনি একজন সাহসী ও বিজয়ী নেতা, যিনি কোনো নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হননি। বারাণসী থেকে তৃতীয়বারের মতো ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।

WhatsApp Redirect Button
Share This Article