ঈশা আম্বানির এই পোশাকটি 10 হাজার ঘণ্টায় তৈরি, মেট গালা 2024-এ সকলের হুঁশ উড়িয়ে দেবে

By Pralay Bhunia

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ 2024 সালে  উদ্বোধন হয়েছে। 

এবার ভারতের দিক থেকে এই অনুষ্ঠানে পৌঁছেছেন ইশা আম্বানি। 

ইশা আম্বানির মেট গালা ইভেন্টের লুকও প্রকাশিত হয়েছে। 

ঈশা আম্বানিকে ট্রেইল শাড়ি পরে লাল কার্পেটে দেখা গেছে। 

ইশা আম্বানির এই শাড়ির গাউনটি ডিজাইন করেছেন রাহুল মিশ্র। 

বৈশ্বিক ইভেন্টের জন্য ইশাকে স্টাইল করেছেন আনিতা শ্রফ আদাজানিয়া। 

এবারের মেট গালার থিম 'দ্য গার্ডেন অফ টাইম'। 

এমন পরিস্থিতিতে ইশা আম্বানির পোশাকেও যুক্ত হয়েছে প্রচুর প্রজাপতির নকশা। 

ইশা আম্বানির লুকের প্রশংসা হচ্ছে সর্বত্র।